সোনারগাঁয়ে বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৫, ১৭:১১
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে মোগরাপাড়া চৌরাস্তার বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সোনারগাঁ।

শুক্রবার বেলা ১১টায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সচেতন তৈরির লক্ষ্যে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বাস স্টেশন ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করে যাত্রী সাধারণের ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলার সুবিধার্থে পরিবেশ অধিদপ্তর ও ইউনিডোর সহায়তায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

দোয়েল লিমিটেডের চেয়ারম্যান আব্দুস ছাত্তার প্রধান বলেন, বাস স্টেশনের সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা সর্বদা সচেতন। গুরুত্বপূর্ণ স্থানটিতে বিডি ক্লিনের ডাস্টবিন স্থাপন করায় পথচারী ও যাত্রীরা উপকৃত হবে।

এ সময় ডাস্টবিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

এসময় বিডি ক্লিন নারায়ণগঞ্জের সমন্বয়ক কামরুজ্জামান রানার নেতৃত্বে স্বেচ্ছাসেবীসহ উপস্থিত ছিলেন স্বদেশ বাস লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রহমান, বিডি ক্লিন সোনারগাঁয়ের সমন্বয়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

(ঢাকা টাইমস/১১এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা