টাঙ্গাইলে একদিনে ৩ গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে একদিনে ৩ গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার উপজেলার তিন ইউনিয়নে দুই গৃহবধূ ফাঁসিতে ঝুলে ও একজনের বিষপানে মৃত্যু হয়।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ফাঁসিতে ঝুলে আর্জিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।
অপরদিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আল্পনা আক্তার (২৫) নামে আরেক গৃহবধূর মৃত্যু হয়।
এদিকে একইদিন উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিগারচালা গ্রামে শাহজাহান মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৫) অভিমান করে বিষপান করেন। পরে স্বামীর বাড়ির লোকেজন তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/১১এপ্রিল/এসএ)

মন্তব্য করুন