টেকনাফ থেকে পেটের ভেতর ৩৪ পোটলা ইয়াবা নিয়ে বগুড়ায় ফিরছিলেন, অতঃপর

পেটের ভেতর ৩৪ পোটলা ইয়াবা নিয়ে টেকনাফ থেকে বগুড়ায় ফিরছিলেন মো. আলম (৪০) নামের এক মাদক কারবারি। তবে মাদক চোরাচালানের এমন অভিনব পদ্ধতি অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি। বগুড়া ডিবি পুলিশের কাছে ধরা পড়েছেন তিনি। সঙ্গে তার দুই সহযোগীও ধরা পড়েছেন।
শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার আলম জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের মো. সামাদের ছেলে। তার পেটের ভেতরে ৩৪টি পোটলায় মোট ১ হাজার ৭০০ পিস ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন।
আটককৃত অপর দুইজন সহযোগী হলেন- মো. আপেল (৩৫) ও তার স্ত্রী মোছা. স্মৃতি বেগম (৩০)। তারা দুজনেই বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় জনৈক পারভীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের স্থায়ী ঠিকানা শহরের আটাপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর আবু জাফর জানান, আটক আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৩টি ইয়াবার পোটলা উদ্ধার করা হয়েছে। বিশেষ চিকিৎসকের সহায়তায় বাকি ২১ টি পোটলা উদ্ধার প্রক্রিয়া চলছে। এছাড়া আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।(ঢাকাটাইমস/১১এপ্রিল/এমআর)

মন্তব্য করুন