চট্টগ্রাম বারে বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা

চট্রগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৫, ০৮:৪৮| আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৬
অ- অ+

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২১ পদে বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা।

শুক্রবার মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত প্রত্যেক পদের বিপরীতে একজন করে প্রার্থী হয়েছেন। যাচাই-বাছাই শেষে তাদের প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার ভোট ছাড়াই সব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।

সমিতির ১৩২ বছরের ইতিহাসে বিনাভোটের এমন নজির আর নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

তফসিল ঘোষণার পর অভিযোগ উঠেছিল, বিএনপি-জামায়াত সমর্থিত ছাড়া আওয়ামী লীগ এমনকি এলডিপি সমর্থিত কোনো আইনজীবীকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেওয়া হয়নি। মনোনয়ন ফরম প্রদানকালে ব্যাপক হট্টগোল এবং ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলেও কর্ণপাত করেননি সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাগাভাগিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতিসহ মোট ১৪টি পদ পান বিএনপি সমর্থিত আইনজীবীরা। সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ সাতটি পদ পান জামায়াত সমর্থিত আইনজীবীরা।

বিনাভোটে যারা নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেন— সভাপতি পদে আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক পদে হাসান আলী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে কাজী মো. সিরু এবং সহ-সভাপতি পদে আলমগীর মোহাম্মদ ইউনুস, সহ-সম্পাদক পদে ফজলুল বারী, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক পদে তৌহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক পদে আশরাফী বিনতে মোতালেব এবং ক্রীড়া সম্পাদক পদে মঞ্জুর হোসেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হতে যাচ্ছেন আহসান উল্লাহ, আসমা খানম, বিবি ফাতেমা, মেজবাহ উল আলম, রায়হানুল ওয়াজেদ চৌধুরী, রাহিলা গুলশান, শাহেদ হোসেন, হেলাল উদ্দিন, রোবায়তুল করিম, মোহাম্মদ মোরশেদ ও সাজ্জাদ কামরুল হোসেন ।

এর আগে গত ৮ এপ্রিল জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা করা হয়। ১০ এপ্রিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল। এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন বিএনপি ও জামায়াতপন্থি ছাড়া অন্যান্য আইনজীবী।

মুখ্য নির্বাচনি কর্মকর্তা তারিক আহমেদ বলেন, প্রত্যেক পদের বিপরীতে একজন করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যাচাই-বাছাই করে এগুলো সঠিক পাওয়া গেছে। শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা