প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি বিএনপির কর্মী-ভোটারদের

দুই পা নেই। অন্যের সহযোগিতা ছাড়া এক ধাপ চলা যার স্বপ্নের মতো, তার চোখেমুখে আজ হাসি। অন্যের কোলে ভর করে এসেছেন ভোটকেন্দ্রে। ভোট দিতে পেরে খুব খুশি নুর ইসলাম নামের বিএনপির এই কর্মী। আরেক ভোটার ৬৫ বছরের সার্জেন্ট (অব.) সিরাজ উদ্দিন মন্ডল। তিনিও পায়ে ব্যান্ডেস ও হাতে ক্রাচ নিয়ে এসেছেন ভোট দিতে।
বিএনপির প্রতি ভালোবাসা থেকে ভোট দিতে এসেছেন প্রতিবন্ধী নুর ইসলাম। একইভাবে দলের টানে ভোট দিতে এসেছেন সিরাজ উদ্দিন মন্ডল।
নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন ছিল সোমবার (১৪ এপ্রিল)। এদিন সকাল ৯ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।
ভোটাররা দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টা ইউনিয়নের মোট ভোটার ৭৩৫ জন। তাদের ভোটে একজন করে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।
জানতে চাইলে নুর ইসলাম বলেন, ‘আমি দল পাগল একজন কর্মী। ১৭ বছর ভোট দিতে পারিনি। যখন শুনলাম তারেক জিয়ার নির্দেশে উপজেলা বিএনপির নেতা নির্বাচন হবে, তখন থেকে একটা উত্তেজনা কাজ করছিল, কখন ভোট দিতে যাব। আজ ভোট শুরু হলে তারেক জিয়া ও দলের প্রতি ভালোবাসা থেকে অন্যের সহযোগিতায় ভোট দিতে এসেছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালেঅ লাগছে।’
এদিকে পত্নীতলা ধামুরহাট আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান বলেন, ‘ফ্যাসিবাদের মুক্তির পর দেশের আপামর জনগণ এখন আর নির্বাচন নিয়ে ভয় পায় না। তারা সব বাধা-বিপত্তি উপেক্ষা করে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন।
পত্নীতলা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সাধারণ সম্পাদক ও রক্তের ফেরিওয়ালা হিসেবে পরিচিত এ জেড মিজান বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে এরকম উৎসবমুখর পরিবেশে ভোট দেখিনি। আশা করছি বিএনপির ভাোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে।’
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আশা করছি কোনো ঝামেলা ছাড়াই নেতৃত্ব নির্বাচন হবে।
সভাপতি পদে নির্বাচন করেন মোকছেদুল হক ছিরি মোটরসাইকেল), নওশেদ আলী বিশ্বাস (চেয়ার) ও আব্দুল সালাম (ছাতা); সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন আব্দুল্লাহ আল ফারুক (মোরগ), আবু ইউসুফ (মাছ) ও তোফাজ্জল (হোসেন ঘোড়া) এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন নির্বাচন করেন।
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/মোআ)

মন্তব্য করুন