শ্রীপুরে আগুনে ২২ ঘর পুড়ে ছাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:২৮
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে পুড়ে ২২টি শ্রমিক ভাড়া দেওয়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ভাড়াটিয়া হিসেবে থাকতো পোশাক শ্রমিকেরা। আগুন লাগার সময় পোশাক শ্রমিকরা সবাই কারখানায় কাজে ছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদচোলা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে শাকিল বেপারীর টিনশেডের ২২টি ঘর পুড়ে যায়।

সরজমিনে দেখা যায়, পাশাপাশি ঘরের সবগুলোই টিনশেড বিল্ডিং। একটি ঘর অপর ঘরের সঙ্গে লাগানো। ছোট ছোট কক্ষের প্রতিটিতে একটি করে পরিবারের বসবাস। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্যান, খাট, বই-খাতা সবই পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত আমজাদ হোসেন বলেন, হঠাৎ খবর পাই ঘরে আগুন লেগেছে। ছুটি নিয়ে এসে দেখি ঘরের আসবাবপত্র ও জামাকাপড়সহ সব মালামাল পুড়ে গেছে। অর্ধেক মাসের বেতন পেয়ে কিছু নগদ টাকা রেখেছিলাম, সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একই কারখানার প্যাকিংম্যান নাজমা আক্তার এবং নিডেলম্যান রূপা আক্তার বলেন, আমরা অফিসে ডিউটিতে ছিলাম। ঘরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি ঘরের ওপর দিয়ে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছে। চোখের সামনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেল। আগুনে ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বাড়ির মালিক শাকিল বেপারী বলেন, পুড়ে যাওয়া ওইসব ঘরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়া থাকেন। তারা কারখানায় থাকায় ঘরের সব মালামাল পুড়ে গেছে।

মাওনা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

(ঢাকা টাইমস/১৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা