মোবাইল হারালে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান তেজগাঁওয়ের ডিসির, এক মাসে উদ্ধার ২৫১টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫৬| আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৪:০৭
অ- অ+

মোবাইল ফোন যেমনি মানুষের শখের জিনিস তেমনি এতে ব্যক্তিগত অনেক তথ্য সংরক্ষিত থাকে। মোবাইল ফোন হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে অনেক বিপর্যয়ের মুখে পড়তে হয়। তবে ফোন হারালে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের খিলজী রোডে তেজগাঁও বিভাগের অফিসে এক সংবাদ সম্মেলনে একথা বলে তিনি।

ইবনে মিজান বলেন, “মোবাইল হারানোর বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পর্যায়ের অফিসারদের নিয়ে মোবাইল উদ্ধারকারী টিম গঠন করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ। এতে ফোকাল পারসন হিসেবে আছে সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রাব্বানি ও জিয়াউর রহমান। তাদের তদারকির দায়িত্বে আছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও তেজগাঁও জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা ও মো. আলমগীর কবির।

তিনি জানান, তেজগাঁও বিভাগের ছয় থানায় আসা জিডির ভিত্তিতে মাসে ২৫১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলের অনুমানিক দাম ৫০ লাখ টাকা। এছাড়া টিম গঠনের পর ৩৭৫টির অধিক মোবাইল উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের ডিসি জানান, এই টিম বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধার করে থাকে। তবে মোবাইল ফোন বন্ধ থাকলে সেটি উদ্ধার করা কঠিন। চালু হলে বিভিন্ন প্রক্রিয়ায় উদ্ধার করা হয়। এজন্য ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “তেজগাঁও বিভাগে মোবাইল উদ্ধারকারী দল মোবাইল উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে গত এক মাসে উদ্ধার হওয়া ২৫১টি মোবাইল তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। এসময় হারানো ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান তারা।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা