হত্যা মামলায় শেরপুর জেল থেকে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৭| আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৪১
অ- অ+

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে সরকার পতনের পর উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতির সুযোগে শেরপুর জেল থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শামীম মিয়া ওরফে হেদা (২৬)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার হত্যা মামলার আসামি।

বুধবার রাতে টঙ্গী থানাধীন বনমালা রেলস্টেশন এলাকা থেকে এটিইউএর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শেরপুরের ঝিনাইগাতী থানার হত্যা মামলার আসামি মো. শামীম মিয়া গ্রেপ্তার হয়ে শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতির সুযোগে আসামি মো. শামীম মিয়া ওরফে হেদা গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পলায়ন করেন। এরপর দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গতকাল রাতে নালিতাবাড়ী থানা পুলিশের সহায়তায় গাজীপুর জেলার টঙ্গী থানাধীন বনমালা রেলস্টেশন এলাকা থেকে এটিইউএর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা