রাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে আমেরিকা প্রবাসীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে মো. আসিফ আনোয়ার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা আসিফ আমেরিকা প্রবাসী ছিলেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মর্গে নিয়ে আসে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, নিহত আসিফ বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে আমেরিকায় যান। তার ওইখানেই মানসিক সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য ঢাকায় আসেন। আবার আমেরিকা যাওয়ার জন্য কাগজপত্রও গুছিয়েছিলেন। শনিবার হঠাৎ খিলগাওয়ে সি-ব্লকে নিজ বাসার বাসার ছাদ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।”
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এফএ)

মন্তব্য করুন