কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ইমন সরকার (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে জেলা নগরীর টমসমব্রিজ রামমালা পানির ট্যাংকির সামনে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন সরকার রামমালা এলাকার মইমান ভিলা ল্যাবরেটরি হোস্টেলের পেছনের মহল্লার বাসিন্দা এবং কুদ্দুস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ইমন সরকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সকালে রামমালা এলাকায় পানির ট্যাংকির সামনের সড়কে পারাপারের সময় একটি কাভার্ডভ্যান ইমন সরকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটিকে জব্দ করেছে।
(ঢাকা টাইমস/২২এপ্রিল/এসএ)

মন্তব্য করুন