বরিশাল আদালতের বিচারকের এসি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ১৯:২৬| আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:২৭
অ- অ+

বরিশাল আদালতের বিচারকের কক্ষ থেকে চুরি হওয়া এসি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর পলাশপুর থেকে চোর মাসুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

এর আগে সোমবার বরিশাল আদালতের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের কক্ষ থেকে এসি চুরি হয়। ওই দিন চুরির ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন আদালতের নাজির কামরুল হাসান।

নাজির কামরুল বলেন, রবিবার অফিস শেষ করে যাওয়ার সময়ে এসিটি ওয়ালে লাগানো ছিল। তবে সোমবার এসে দেখতে পাই এসিটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় বাদী হয়ে মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, আদালত থেকে এসি চুরি হওয়ার ঘটনায় মামলা করেছেন নাজির কামরুল। মামলার পরপরই অভিযান চালিয়ে চুরি হওয়া এসি উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত মাসুদকে নগরীর পলাশপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন। গ্রেপ্তার হওয়া চোরকে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/২২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা