জালিয়ালি-প্রতারণার মামলা

আদালতে গরহাজির ইউনাইটেড কর্ণধার, পরবর্তী তারিখ ২২ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ১৯:৫৮
অ- অ+

জাল-জালিয়াতি ও প্রতারণার মামলায় শিল্পগোষ্ঠী ইউনাটেড গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজা ২২ এপ্রিল আদালতে হাজির হননি। এইদিন রাজাসহ চারজনের আদালতে হাজির হওয়ায় তারিখ ছিল। আগামী ২২ জুন হাজির হওয়ার নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- ইউনাইটেড হাসপাতালের এফসিএ মোস্তাক আহমেদ, সাব্বির আহমেদ ও কোম্পানি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। তারা তিনজন মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন। তবে হাসান মাহমুদ রাজা আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্য জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। বিচারক এই আবেদন মঞ্জুর করে আগামী ২২ জুন তাকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

এর আগে জাল-জালিয়াতি, প্রতারণা ও ব্যবসায়িক লেনদেনে বিশ্বাসভঙ্গের অভিযোগে রাজাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ইউনাইটেড গ্রুপের একসময়ের অংশীদার ফরিদুর রহমান খান। মামলাটির তদন্ত শেষে গেল নভেম্বরের মাঝামাঝি আদালতে প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই। সংস্থাটির তদন্তে অভিযোগের সত্যতা মেলে। সেসময় শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে তারা জামিন নেন।

আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠীগুলোর অন্যতম এই ইউনাটেড গ্রুপ। রাজধানীর ভাটারা থানাধীন মাদানী এভিনিউয়ে পাঁচতলা সুবিশাল ভবন নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে ইউনাইটেড গ্রুপ। কিন্তু ভবন বানাতে রাজউক থেকে অনুমোদন নেয়নি তারা। এরইমধ্যে রাজউক তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে— কেন ওই ভবন ভেঙে ফেলা এবং ইউনাইটেডের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।

৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারকে অর্থ দিয়ে সহায়তার অভিযোগ আছে ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে। ওই আন্দোলন চলাকালে ১৯ জুলাই প্রগতি সরণির শাহজাদপুরের বাঁশতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাহাদুর হোসেন মনির।

গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় মনির বাবার করা হত্যা মামলায় ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, চেয়ারম্যান ও এমডি মঈনউদ্দিন হাসান রশিদ ও গ্রুপের কর্মকর্তা কর্নেল (অব.) আফজালও আসামি।

এছাড়া অবৈধভাবে বিদেশে বিপুল অর্থ-পাচারের অভিযোগে শিল্পগ্রুপটির কর্ণধারদের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা