ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান সানজারী কি গুরুতর অসুস্থ?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ২০:৪৩| আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২১:০২
অ- অ+

সপ্তাহ দুয়েক হলো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন দেশের অন্যতম বড় বিজনেস গ্রুপ ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান মঈনউদ্দিন হাসান রশীদ।

ইউনাইটেড গ্রুপের একাধিক সূত্র নাম না প্রকাশের শর্তে এ কথা জানালেও ঠিক কী কারণে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।

ইউনাইটেড গ্রুপ চেয়ারম্যানের লিভার প্রতিস্থাপন করা হয়েছে নাকি ক্যান্সারে আক্রান্ত তিনি এই নিয়ে বিভ্রান্তি কাটছে না খোদ গ্রুপের কর্তাদেরই।

ঢাকাটাইমস মোবাইল ফোনে যোগাযোগ করেছিল ইউনাইটেড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ফারুক আহমেদকে। তিনি সাড়া দেননি। হোয়াটস অ্যাপে বার্তা পাঠানো হলেও সেটির উত্তর দেননি তিনি।

জানা গেছে, চেয়ারম্যানের গুরুতর অসুস্থতার খবরে উৎকণ্ঠা গোটা ইউনাইটেড গ্রুপ। তবে কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। ঢাকাটাইমস নিশ্চিত হয়েছে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের অনুপস্থিতিতে দৈনন্দিন কাজ চালিয়ে নিতে পরিচালক নিজামউদ্দিন রশিদকে উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিতে অস্বীকার করা ইউনাইটেড হাসপাতালের মালিক কর্তৃপক্ষ ইউনাইটেড গ্রুপকে নিয়ে হাজারো অভিযোগ রয়েছে। গেল বছরের ২১ জুন রাতে খুবই অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। তার চিকিৎসায় জরুরি ভিত্তিতে ইনজেকশন ও অ্যাম্বুলেন্স সহায়তা প্রয়োজন পড়ে। গুলশানের ইউনাইটেড হাসপাতালে ফোন করেন তার ব্যক্তিগত চিকিৎসক। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ধরনের সহায়তা করতে পারবে না বলে জানায় হাসপাতালটি।

বিদ্যুৎ খাতে লুটপাট, নানান অনিয়ম, দুর্নীতি, হত্যা মামলা- এর পরেও ধরাছোঁয়ার বাইরে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ী শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপের কর্তারা। ভুরি ভুরি অভিযোগ থাকার পরেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা এখনো নেয়নি প্রশাসন। লুটপাট-অনিয়ম-দৃর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অন্তর্বর্তী সরকারের আমলেও দাপট কমছে না এই শিল্পগোষ্ঠীর।

বিদুৎ খাতে ইউনাইটেড গ্রুপ আওয়ামী লীগ সরকারের একচেটিয়া আনুকূল্য পেয়েছে। সরকারের দেড় হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চট্টগ্রাম ইপিজেডে বিদ্যুৎ সরবরাহে অধিক দামে বিদ্যুৎ বিক্রির মাধ্যমে তারা অন্তত ১০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।

আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজউকের অনুমতি ছাড়া রাজধানীর ভাটারা থানাধীন মাদানী এভিনিউয়ে পাঁচতলা সুবিশাল ভবন নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে ইউনাইটেড গ্রুপ। কিন্তু ভবন বানাতে রাজউক থেকে অনুমোদন নেয়নি তারা। এরই মধ্যে রাজউক তাদের কারণ দর্শানোর চিঠি দিয়েছে- কেন ওই ভবন ভেঙে ফেলা হবে না এবং ইউনাইটেডের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না।

আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বেনামে ইউনাইটেড গ্রুপের একাধিক প্রকল্পের অংশীদার এমন কথাও চাউর আছে। পতিত শেখ হাসিনা সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি-এপিএসসিএলের তৎকালীন চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম মিলে ইউনাইটেডকে নানান অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দেয়। যার নেপথ্যে থেকে সবাইকে সহায়তা করেন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। যিনি আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করতেন। আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে মাফিয়া হয়ে উঠেছিল ইউনাইটেড গ্রুপ। তৎকালীন প্রতিমন্ত্রী বিপুকে ঘুষ হিসেবে রাজধানীর মাদানি অ্যাভিনিউর ১০০ ফিট সড়কের পাশে অবস্থিত ৮০ কাঠা জমি দেওয়া হয়, যার বর্তমান মূল্য দেড় শ কোটি টাকার বেশি।

পানামা পেপার কেলেংকারির ফাঁস হওয়া খবরে প্রকাশিত হয়েছিল বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন ইউনাইটেড গ্রুপের হাসান মাহমুদ রাজা ও মইনউদ্দিন হাসান রশিদ ওরফে সানজারী।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এসএস/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা