ফরিদপুরে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৫, ১৮:২৮
অ- অ+

ফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর এক নারীকে হত্যার ঘটনায় হওয়া মামলার অভিযুক্ত আসামি মমরেজ খালাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার সকালে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন বিকালে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী ঢাকা টাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ এপ্রিল রাতে ভিকটিম (৩৬) বিশেষ প্রয়োজনে বাসা থেকে বের হন। এসময় আসামি মমরেজ খালাসী ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে মুখ চেপে ধরে হত্যা করেন। পরে ভিকটিমের মেয়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুরের কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে র‌্যাব-১০, সিপিস-৩ ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মমরেজ খালাসীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পাল্টা পদক্ষেপের হুমকি লুলা সরকারের
যমুনা ইলেকট্রনিক্সের ‘ঈদ ডাবল খুশি অফার’-এর ১৭ বিজয়ীর মাঝে বিদেশ ভ্রমণের কুপন হস্তান্তর
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জবানবন্দি: রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড
জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান জুলাই যোদ্ধাদের, যান চলাচল বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা