৫ দফা দাবিতে অস্ট্রেলীয় হাইকমিশনের সামনে মিছিল, স্মারকলিপি পেশ

অস্ট্রেলিয়ার কোম্পানি মোজাইক ব্র্যান্ড কর্তৃক আত্মসাৎকৃত অর্থ ফেরত আনাসহ ৫ দফা দাবিতে রাজধানীর প্রগতি সরণিতে অস্ট্রেলীয় হাইকমিশনের সামনে মিছিল ও সমাবেশ করেছে ২২টি ক্ষতিগ্রস্ত কারখানার শ্রমিক ও প্রতিনিধিরা।
শনিবার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে অংশ নেন ও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সহসভাপতি অঞ্জন দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরি এবং ২২ কারখানার শ্রমিক প্রতিনিধি মইন আহমেদ, নারী শ্রমিক প্রতিনিধি রিবন বেগমসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে ৫ দফার স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার ও ২২টি গার্মেন্ট কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিক প্রতিনিধি আব্দুল মালেক।
ডেপুটি হাইকমিশনার লিখিত স্মারকলিপি গ্রহণ করেন এবং শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বাস দেন এই বিষয়ে তাদের দিক থেকে তারা তদারকি করবেন। তবে এটি জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
শ্রমিকপক্ষ থেকে তাসলিমা আখতার বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। বাংলাদেশের শ্রমিকরা আশা করে শ্রমিকদের পাওনা ও জীবন জীবিকা নিশ্চিতে এবং ২২ কারখানা রক্ষায় হাইকমিশনারের মাধ্যমে অস্ট্রেলিয়া সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। মোজাইক ব্র্যান্ডকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে দ্রুত শ্রমিক ও ২২ কারখানার পাওনা প্রায় ২৫০ কোটি টাকা ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করতে আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অস্ট্রেলিয়ান কোম্পানি মোজাইক ব্র্যান্ডস লিমিটেডের প্রতারণামূলক ব্যবসার কারণে বাংলাদেশের ২২টি কারখানার শ্রমিকদের জীবন ও জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। গত তিন বছর ধরে মোজাইক ব্র্যান্ডস তাদের বকেয়া পরিশোধ না করায় জাস অ্যাপারেলস (ZAS Apparels) কারখানাটি বন্ধ হয়ে গেছে। সেইসঙ্গে অন্য কারখানাগুলো মজুরি পরিশোধে ব্যর্থ হয়ে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
সমাবেশ থেকে ২২টি কারখানার পক্ষ থেকে অস্ট্রেলীয় হাইকমিশনের কাছে ৫টি দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে আছে- মোজাইক ব্র্যান্ডসের বিরুদ্ধে প্রতারণা ও দেউলিয়া অবস্থায় ব্যবসা পরিচালনার জন্য ফৌজদারি তদন্ত শুরু করা; জড়িতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া ও অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ২২টি কারখানাকে ক্ষতিপূরণ দেওয়া।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি/এমআর)

মন্তব্য করুন