বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, ৫ নেতাকর্মীকে শোকজ

বগুড়ার দুপচাঁচিয়া ছাত্রদল নেতা আল মেহেদী হাসানের ওপর হামলার ঘটনায় পাঁচ নেতাকর্মীকে সংগঠনের পক্ষ থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।
মঙ্গলবার বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
হামলার শিকার ছাত্রদল নেতা মেহেদি হাসান উপজেলার চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব।
জেলা ছাত্রদল সুত্রে জানা যায়, হামলার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। কমিটি প্রতিবেদনে দায়ী হিসেবে দুপচাচিয়া পৌর ও উপজেলা ছাত্রদলের পাঁচ নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায়।
অভিযুক্তরা হলেন—দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণ, পৌর ছাত্রদল নেতা মিশকাত মিয়া, মো. হিমেল ও মো. হানিফ।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত কারন দর্শানো নোটিশে বলা হয়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। ব্যর্থ হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে গত ২৪ এপ্রিল ছাত্রদল নেতা আল মেহেদী হাসানের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।(ঢাকা টাইমস/২৯এপ্রিল/এসএ)

মন্তব্য করুন