জামালপুরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করল সেনাবাহিনী 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৫, ১৯:৪২| আপডেট : ১০ জুন ২০২৫, ২০:১৭
অ- অ+

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার নির্মাণকাজের সময় মাটির নিচ থেকে হ্যান্ড গ্রেনেড সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরবর্তী সময়ে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এগুলো নিষ্ক্রিয় করে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযান চালিয়ে এগুলো নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ১৯ পদাতিক ডিভিশনের মেজর আব্দুল্লাহ আল মারুফ বলেন, সোমবার (৯ জুন) চর আদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি রাস্তার মাটি কাটার সময় ভেকু দিয়ে কাজ চলাকালে তিনটি গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান শ্রমিকরা।

পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সরিষাবাড়ী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রেখে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করে।

পরে আজ মঙ্গলবার শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করে।

মেজর মারুফ আরও বলেন, বস্তুগুলো মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত গ্রেনেড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিরাপদভাবে নিষ্ক্রিয় করার পর সেগুলোর প্রকৃতি বিশ্লেষণের জন্য উপযুক্ত পরীক্ষার ব্যবস্থা করা হবে।

ঘটনার পর পুরো এলাকায় এক ধরনের কৌতূহল ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়। তবে সেনাবাহিনীর দ্রুত ও দক্ষ পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

(ঢাকা টাইমস/১০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন ২০২৫: ভোটার ৩৯,৯৩২ জন, রোকেয়া হলে সর্বাধিক
রাশিয়ায় প্রকৃতির তাণ্ডব: ভূমিকম্প ও সুনামির পর জেগে উঠল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা