হালুয়াঘাটে জামগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

হালু্য়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৫, ১৬:১৬
অ- অ+

ময়মনসিংহের হালু্য়াঘাটে জামগাছ থেকে পড়ে কামাল হোসেন ঢালী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের উত্তর ঘোষবেড় ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কামাল হোসেন ঢালী উত্তর ঘোষবেড় ঢালীপাড়া এলাকার চান্দে আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার জাম পাড়তে গাছে উঠেন কামাল হোসেন ঢালী। এসময় গাছের ঢাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে জয়রামকুড়া হাসপাতাল (জিবিসি সিএইচপি) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুগলী ইউনিয়ন পরিষদে সদস্য সাইদুল ইসলাম বলেন, জামগাছ উঠেছিলেন জাম পাড়তে। এসময় পড়ে গিয়ে আহত হয়। পরে হসপিটালে মারা যান তিনি।

হালু্য়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হারুন নিশ্চিত করে বলেন, দুঃখজনক একটি ঘটনা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/১৩জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
নাছিমা কাদির মোল্লা স্কুলে ‘ম্যাজিক’, শতভাগ জিপিএ -৫
৫২ বছর বয়সী সেই ইউপি সদস্য এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা