১০ ঘণ্টা বন্ধ থাকার পর সাজেকে যান চলাচল শুরু, ফিরছেন পর্যটকরা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৭:৫৫
অ- অ+

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সাজেক সড়কের যান চলাচল। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৩টায় যান চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ।

রাতের ভারী বর্ষণে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধস হয়েছে। এতে খাগড়াছড়ির সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, ও উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

খাগড়াছড়ির লাইম্যান মো. সৈকত জানান, খাগড়াছড়ি থেকে পিকআপ ১৫টা, চাঁদের গাড়ি ৫টা, সিএনজি ১০-১২ টা, সাফারি জিপ ৮টা। এতে সকাল ও বিকেল মিলে প্রায় চার শতাধিক পর্যটক সাজেক গেছে।

সাজেকে লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, সাজেকে আটকা পড়া প্রায় ২৫টি গাড়ি সাজেক থেকে ছেড়ে গেছে।

রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, পাহাড়ধসের কারণে দুইপাশে পর্যটক আটকা পড়ে। সকাল থেকে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবির চেষ্টায় সড়কে যান চলাচল ৩টা থেকে শুরু হয়েছে। সাজেক থেকে গাড়ি ছেড়ে যাচ্ছে। অপরদিক থেকেও গাড়ি আসছে।

(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পাল্টা পদক্ষেপের হুমকি লুলা সরকারের
যমুনা ইলেকট্রনিক্সের ‘ঈদ ডাবল খুশি অফার’-এর ১৭ বিজয়ীর মাঝে বিদেশ ভ্রমণের কুপন হস্তান্তর
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জবানবন্দি: রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড
জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান জুলাই যোদ্ধাদের, যান চলাচল বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা