ভারতে পালানোর সময় বাগেরহাটের শ্রমিকলীগ নেতা বেনাপোলে গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১২:১৮
অ- অ+

বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিকলীগ নেতা খাঁন মনির হোসেন মনিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দেন খাঁন মনির হোসেন মনি। এসময় ইমিগ্রেশন পুলিশ তার ডাটাবেজ যাচাইয়ের পর অনলাইনে তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার নামে বাগেরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। এই দুই মামলায় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে বাগেরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক খাঁন মনির হোসেন মনি বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বাগেরহাট জেলা সদরের নগরবাজার গ্রামের মোসলেম আলী খাঁনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, বাগেরহাট জেলা শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে দুটি মামলা থাকায় তাকে আজ বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ
যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না : বাংলাদেশ ন্যাপ 
নির্বাচনে কমিশনে আয়ব্যয় বিবরণী জমা দিয়েছে গণঅধিকার পরিষদ
বিমান বিধ্বস্তের পর মানসিক ট্রমায় শিক্ষার্থীরা, পাশে দাঁড়িয়েছে বিমানবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা