ডিআইজি পদে জ্যেষ্ঠতা পেলেন অতিরিক্ত আইজিপি মতিউর রহমান

ডিআইজি পদে জ্যেষ্ঠতা পেলেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখ থেকে ডিআইজি পদে জ্যেষ্ঠতা প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
গতবছরের ২ অক্টোবর ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হন মতিউর রহমান শেখ। সেসময় তিনি পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিলেন। একই মাসে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়। গেল মার্চে মতিউর রহমানকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়। বর্তমানে তিনি অতিরিক্ত আইজিপি প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি।
মতিউর রহমান শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের মৃত হাফিজ উদ্দিন ডাক্তারের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
এছাড়াও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা ১৯৯১ সালে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। মতিউর রহমান শেখ পুলিশ সুপার হিসেবে বগুড়ায় দায়িত্ব পালন করেছেন।
(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এসএস/এমআর)

মন্তব্য করুন