সিআইডি’র অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৫, ০০:৩০| আপডেট : ২৩ জুন ২০২৫, ১৪:৩১
অ- অ+

অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে বদলি-জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সিআইডি সদর দপ্তরে বাহিনীর প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

রুমানা আক্তার ২০তম বিসিএস-এর মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালের ৮ জুন তিনি সিআইডিতে পুলিশ সুপার হিসেবে যোগ দেন। তার দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ ২০২২ সালের ১৩ জুলাই তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান এবং সিআইডিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে থাকেন।

সম্প্রতি তাকে ঢাকার আরআরএফে বদলি করা হলে তার সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মহোদয় তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, নেতৃত্ব ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার আগামীর পথচলায় উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি রুমানা আক্তার মহোদয়ের পরিবার-পরিজনের সুস্বাস্থ্য ও মঙ্গলও কামনা করেন।

অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা