টাংগুয়ার হাওরকে নষ্ট করা যাবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৪| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৭:০০
অ- অ+

কোনোভাবেই টাংগুয়ার হাওরকে নষ্ট করা যাবে না ও হাওরে কোনো অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ করাও যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহগঞ্জ শ্রীপুরের মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, ‘পাহাড়ি ঢলের পানি আমাদের হাওরের এক ফসলি বোরো ধানের ক্ষতি করতে না পারে তার জন্য সবোচ্ছ সর্তকতা অবলম্বন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর বাঁধ নির্মাণ কোনো অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘পর্যটন চলবে তবে টাংগুয়ার হাওরে হাউজ বোট ও পর্যটক কি পরিমাণে আসতে পারবে আর হাওরে প্লাস্টিক পণ্য সামগ্রী, পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণ করতে নীতিমালা তৈরি করা হবে। কোনোভাবেই হাওরকে নষ্ট করা যাবে না।’

পরে গোরমার হাওর ও টাংগুয়ার হাওর পরিদর্শনে যান দুই উপদেষ্টা।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা