শেরপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীর বাতকুচি গ্রামে বন্য হাতির আক্রমণে সুরতন নেছা (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা ও স্থানীয় সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে উপজেলার দাওধারা-কাটাবাড়ি পাহাড়ের টিলায় ৫০-৬০টি বন্য হাতি দল বেধে অবস্থান করছিল। খাদ্যের সন্ধানে বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে বাতকুচি গ্রামে হাতির দলটি হানা দেয়। এ সময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হইহুল্লোড় করে হাতির দলকে বাতকুচি জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। ভোরের দিকে হাতির দল ফের বাতকুচি গ্রামে চলে আসে। এ সময় সুরতন নেছার ঘরে বন্য হাতির পাল হানা দেয়। হাতির আক্রমণে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/৩০মে/এসএ)

মন্তব্য করুন