সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৫, ১৫:৩৮
অ- অ+

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে সেতারা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে উপজেলার কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সেতারা বেগম ওই বাড়ির মৃত মোফাজ্জল হকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সেতারা তার এক ছেলের সাথে সোনাইমুড়ী পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি ছেলের সাথে বাড়িতে বেড়াতে আসেন। কয়েকদিন আগে ছেলেরা চলে গেলেও তিনি পরে যাবেন বলে বাড়িতে থেকে যান। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন তিনি। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ির লোকজন সেতারা বেগমের কোনো সাড়া-শব্দ না পায় না। পরে তার ঘরের জানালা দিয়ে দেখে সেতারার গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে আছে।

পরে লোকজন দেখতে পান সিঁধ কেটে ঘরে ঢুকে সেতারা বেগমকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত চোরকে চিনে ফেলায় ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, পুলিশের ক্রাইম ইউনিট ও সিআইডির সদস্যরা কাজ শেষ করলে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা