ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৫, ১৯:২৪
অ- অ+

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে অবস্থিত ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসা রবিবার তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

২০২৩ সালে সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. জহিরুল ইসলাম বাদশা তালুকদার তার প্রয়াত স্ত্রী ডালিয়া ইসলাম এর নামে নিজ বাড়িতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। শুরুতে মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে।

মাদ্রাসায় বর্তমানে নূরানী ও হিফজুল কুরআন শাখা চালু রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা এখানে কুরআনের মৌলিক শিক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ হিফজ অধ্যয়নেও অংশ নিচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম বাদশা তালুকদার বলেন, আমার স্ত্রীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি। আজ এত সংখ্যক শিক্ষার্থী এখানে দ্বীনি শিক্ষা নিচ্ছে দেখে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি জানান, ভবিষ্যতে এই মাদ্রাসায় সাধারণ শিক্ষারও ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই বছরের ব্যবধানে মাদ্রাসাটি এলাকাবাসীর কাছে একটি আদর্শ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

(ঢাকা টাইমস/২২জুন/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন ২০২৫: ভোটার ৩৯,৯৩২ জন, রোকেয়া হলে সর্বাধিক
রাশিয়ায় প্রকৃতির তাণ্ডব: ভূমিকম্প ও সুনামির পর জেগে উঠল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা