কুমিল্লায় হাত দিতেই উঠে এলো কার্পেটিং, কাজ বন্ধ করে দিলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৫, ১৩:১৭| আপডেট : ২৪ জুন ২০২৫, ১৩:৪৬
অ- অ+

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলজিইডির একটি সড়কের কার্পেটিংয়ের কাজ নিম্নমানের হওয়ায় বন্ধ করে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৩ জুন) বিকাল ৫টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার নিজ এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সড়কটি পরিদর্শনে যান। উপজেলা সদরের সুবিল ফতেহাবাদ এবং রসুলপর ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম সড়ক এটি । দীর্ঘদিন কাজটি সম্পন্ন না করায় জনদুর্ভোগ ছিল সীমাহীন।

সড়কটি পরিদর্শনে গিয়ে সদ্য কার্পেটিং করা সড়কের পিচগুলো হাসনাত নিজেই হাতের আঙুলে তুলে ফেলেন। সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার ঘটনাস্থলে যান। সড়কের কাজ নিম্নমানের অভিযোগ এনে কাজ বন্ধ করে দিতে উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করেন তিনি।

সেখানে হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেন এবং কাজটি দ্রুত সম্পন্ন করবেন বলে প্রকৌশলী জানান।

উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, প্রায় ৫ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ সালে রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত প্রায় ২ হাজার মিটার সড়কের কাজ পায় ‘মেসার্স আরতার অ্যান্ড ইয়েষ্টেড ইন্টারন্যাশনাল’ কোং লি.। এ কাজের তৎকালীন প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। বর্তমান বাজার মূল্যে কাজটি করতে ঠিকাদার আপত্তি করলেও চাপের মুখে কার্পেটিংয়ের কাজ শুরু করেন। ওই কাজটি করেন সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের সরকার (সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি)। তৎকালীন করোনাকালীন সময় হওয়ায় মেকাডন করার পর ৪ বছরেও আর কার্পেটিং করা হয়নি। দীর্ঘদিন কাজটি পড়েছিল। বর্তমান সরকারের আমলে গত মে মাসে আবু তাহের সরকার কার্পেটিংয়ের কাজ ধরেন। সোমবার বিকালে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শনকালে কার্পেটিং নিয়ে আপত্তি করেন।

(ঢাকা টাইমস/২৪জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা