ঘাটাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৫, ২৩:৩৯
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার পোড়াবাড়ি টু গারোবাজার আঞ্চলিক সড়কের সোনার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার নলমা গ্রামের আরফান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার কিরণমালা বাজারের পূর্ব পাশে সোনার চালা এলাকায় বেপোরোয়া গতিতে আসা বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা দুজন করে চারজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে রাত ১০টায় রুবেল মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।

(ঢাকা টাইমস/২৬জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা