সৈয়দপুরে আগুনে ৪ ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৫, ২০:৫৪
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে দুইটি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরানীপাড়ায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ওই পাড়ার মতিউল মণ্ডলের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এতে তার সেমি পাকা দুইটি ঘর পুড়ে যায়। ঘরে থাকা ১ লাখ টাকার ধান ও আসবাবপত্রসহ সব কিছু ছাই হয়ে গেছে।

পাশাপাশি মতিউলের ভাই হাফিজুল মণ্ডলের বাসের চাটি ও খরের চাল দেয়া দুইটি ঘরও মালামালসহ সর্বস্ব পুড়ে গেছে। সব মিলে দুই ভাইয়ের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মাজেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা সম্ভব হবে।

(ঢাকা টাইমস/২৭জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব
বিবিসি অনুসন্ধানী প্রতিবেদনে ৫ আগস্ট যাত্রাবাড়ীর ভয়াবহ ৩০ মিনিট
অডিও ফাঁস– দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা