ইবির বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত 

ইবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৫, ১৯:১৬
অ- অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকৃত বাসচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) কুষ্টিয়া সদরের ভাদালিয়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান (৩০) কুষ্টিয়ার চৌড়হাস হাইও‌য়ে থানায় কর্মরত ছিলেন।

ঘটনাস্থলে থাকা চৌড়হাস হাইও‌য়ে থানার উপ–প‌রিদর্শক (এসআই) না‌জির আহ‌ম্মেদ বলেন, ‘সকা‌লে থানার সাম‌নে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কে দা‌য়িত্ব পালন কর‌ছিলেন কন‌স্টেবল হা‌ফিজ। এ সময় কু‌ষ্টিয়ার দিক থে‌কে আসা ইসলামী ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গে‌লে রাস্তার পা‌শে থাকা পু‌লিশ কন‌স্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তাঁর মৃত্যু হয়।’

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ব‌লেন, ‘বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক র‌য়ে‌ছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ প‌রিবা‌রের কাছ হস্তান্তর করা হ‌বে।’

(ঢাকা টাইমস/২৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্ণফুলী আবাসিক পাবে ভান্ডালজুড়ির পানি, চুক্তি স্বাক্ষর
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইবার হামলার আশঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা