টঙ্গীতে ডোবায় পড়ে দুই কিশোরের মৃত্যু 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৫, ২০:১৯
অ- অ+

টঙ্গীতে ডোবা থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টঙ্গীর এরশাদনগর গোদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো— টঙ্গীর এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) ও একই এলাকার তোফায়েলের ছেলে ওসমান গনী(১১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় বিলের মাঝে ফুটবল খেলছিল কিছু কিশোর। খেলা চলাকালীন সময় ফুটবলটি ডোবায় পড়ে গেলে তা আনতে যায় আবু রায়হান ও ওসমান গনি। এসময় তারা ডোবার পানিতে তলিয়ে গেলে অপর এক কিশোর তাদের উদ্ধার করতে যায়। একপর্যায়ে সেও তলিয়ে গেলে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/২৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা