সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: গেল এক সপ্তাহে আটক ৩৮৫, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এক সপ্তাহব্যাপী যৌথ অভিযানে রাজধানীসহ সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ৩৮৫ জন অপরাধী। অভিযানে উদ্ধার হয়েছে— বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ককটেল বোমা, মাদক ও চোরাই মালামাল।
বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, অপহরণকারী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, টিসিবির পণ্য আত্মসাৎকারী, ভেজাল খাদ্য ব্যবসায়ী, দালাল, মব ভায়োলেন্সে জড়িতসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৮৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭০ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১১টি ককটেল বোমা, বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদক, সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল, ল্যাপটপ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
অভিযানের পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নিয়মিত টহল, তল্লাশি এবং যৌথ অভিযান অব্যাহত থাকবে। সাধারণ নাগরিকদের প্রতি সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখা দিলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৬জুন/এলএম)

মন্তব্য করুন