বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ওশানস ডে উদযাপন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জুন ২০২৫, ২২:২৫
অ- অ+

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) যথাযোগ্য মর্যাদায় ওয়ার্ল্ড ওশানস ডে উৎযাপন করা হয়েছে। এই বছরে দিবসটির প্রতিপাদ্য হলো: "Sustaining What Sustains Us"। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এর আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে মিরপুর-১৪ এ শহীদ মোয়াজ্জেম হল অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এর ডিন কমোডর শেখ শাহীদ আহমেদ, (এইচ-১), পিএসসি, বিএন স্বাগত বক্তব্য প্রদান করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ (অবঃ)। সেমিনারে গেস্ট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নাজির হোসেন।

এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারীজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষার্থী ইহসানুল হক এবং পোর্ট অ্যান্ড শিপিং বিভাগের শিক্ষার্থী ফজলে রুহান নুহাশ দুইটি প্রবন্ধ উপস্থাপন করেন।

দিবসটি উৎযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সেমিনারে উপাচার্য উক্ত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং সেমিনারে প্রবন্ধ উপস্থাপকদের ক্রেস্ট প্রদান করেন। সেমনিারে ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তাগণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

উক্ত সেমিনারে সমুদ্র, স্বাস্থ্যকর সমুদ্র, বিভিন্ন ধরণের গভীর সামুদ্রিক মৎস্য আহরনে প্রযুক্তি উদ্ভাবন, তেল, গ্যাস, প্রাকৃতিক ও খনিজ সম্পদ সংগ্রহ, সাগর হতে বিদ্যুৎ উৎপাদন, নিরাপদ নৌ পরিবহন, মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা ও গবেষণার প্রসার, মেরিটাইম স্টেকহোল্ডার এবং বিদেশি মেরিটাইম বিশ্ববিদ্যালয়, সংস্থা ও মেরিটাইম বিশেষজ্ঞদের সাথে সংযোগ স্থাপন, সমুদ্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সমুদ্রের দুষণ প্রতিরোধ, মেরিটাইম ট্যুরিজম, মাস্টারপ্ল্যান তৈরি এবং সমুদ্র কেন্দ্রিক নতুন নতুন ব্যবসায়িক ধারণা প্রভৃতি বিষয়গুলি আলোচিত হয়। সেমিনারে উপাচার্য দেশের সার্বিক অর্থনীতিতে বলিষ্ঠ অবদান রাখার লক্ষ্যে মেরিটাইম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দক্ষ ও বিশেষজ্ঞ জনবল তৈরি, উচ্চতর মেরিটাইম গবেষণা, মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিল্প-একাডেমিয়া সম্পর্ক গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা এবং বহিঃবিশ্বের বিভিন্ন মেরিটাইম সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে কার্যকর সার্বিক সহযোগীতা প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ের উপর জোর দেন।

(ঢাকা টাইমস/২৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা