নগদের বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান কাইজার এ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৫, ১৭:৫০
অ- অ+

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ-এর ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়জার আহমেদ চৌধুরীকে নতুন চেয়ারম্যান করে সাত সদস্যের নতুন বোর্ড গঠন করা হয়েছে।

গত ২৩ জুন ডাক বিভাগের মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর আওতায় এই পুনর্গঠন কার্যকর করা হয়েছে।

ব্যবস্থাপনা পর্ষদের অন্য সদস্যরা হলেনমালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো নিয়াজ আসাদুল্লাহ, আগের পর্ষদে থাকা পিআরআইয়ের গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। এ ছাড়া ডাক বিভাগের মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব পদাধিকারবলে সদস্য হবেন।

গত বছর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নগদ পরিচালনায় যুক্ত একাধিক ব্যক্তি দেশ ছেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ২১ আগস্ট প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দেয়। পরে সেপ্টেম্বরে বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি অন্তর্বর্তী পর্ষদ গঠন করা হয়।

সেই পর্ষদের বৈধতা চ্যালেঞ্জ করে একটি পক্ষ আদালতের শরণাপন্ন হয়। সম্প্রতি আদালত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেন।

বাংলাদেশ ব্যাংক ডাক বিভাগের অনুরোধেই নতুন ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন করে বলে জানা যায়।

(ঢাকাটাইমস/২৭জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টা, পাটালি গ্রুপের চার সদস্য ডিবির জালে
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পাল্টা পদক্ষেপের হুমকি লুলা সরকারের
যমুনা ইলেকট্রনিক্সের ‘ঈদ ডাবল খুশি অফার’-এর ১৭ বিজয়ীর মাঝে বিদেশ ভ্রমণের কুপন হস্তান্তর
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জবানবন্দি: রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা