ইরানের আইআরজিসির আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ১৪:২৫
অ- অ+

তেহরানে এক হামলায় ইরানের অভিজাত ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

আজ মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এর আগে গত শুক্রবার খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যা করে ইসরায়েল। তার পদে স্থলাভিষিক্ত হয়েছিলেন সাদমানি। খাতাম আলআনবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা তেহরানে হামলায় আইআরজিসির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যা করে।

ইসরায়েলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সাদমানি ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন ছিলেন।

গত শুক্রবার ভোর রাতে প্রথম ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালায়। এতে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান, পরমাণু কর্মসূচির জ্যেষ্ঠ বিজ্ঞানীরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলে।

দুই পক্ষের এই আকাশ যুদ্ধে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে। আর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা