ইরান পরমাণু অস্ত্রের কাছাকাছি ছিল না—যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ১৮:৫৩| আপডেট : ১৭ জুন ২০২৫, ১৯:০৪
অ- অ+

ইরানে হামলার পর ইসরায়েল দাবি করেছিলো দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। এটি থামাতেই ইরানে হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন বলছে ভিন্ন কথা। তারা বলছে— ইরান এখনো পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন থেকে অন্তত তিন বছর দূরে।

এরপরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের দাবি ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিলো।

চারটি স্বতন্ত্র সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান এখনো সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই। বরং তারা মূলত পারমাণবিক গবেষণা ও জ্বালানিভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।

ইসরায়েল সম্প্রতি ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে কিছুটা ক্ষতি করলেও তেহরানের মূল ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এখনও অক্ষত রয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ফোর্ডোর মতো সুসংরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আঘাত হানার জন্য ইসরায়েলের পর্যাপ্ত সামর্থ্য নেই—এর জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের বিশেষ বোমা ও বি-২ বোমারু বিমান।

শুক্রবার ইরানে হামলা করে ইসরাইল। এতে বহু মানুষ হতাহত হয়েছে। বিশেষ করে দেশটির পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, পুলিশপ্রধানসহ অনেকে নিহত হয়েছেন। ইসরাইল হামলার পর পাল্টা আক্রমণ করেছে ইরান। এতে বেশ হতাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিডনি ও ডায়াবেটিস রোগের প্রাকৃতিক প্রতিরোধক ভেষজ করমচা, ওজনও কমায় দ্রুত
গোপালগঞ্জে সহিংসতায় চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি, কেন্দ্র বাড়ছে ৪৫ হাজারে
২০ বছর কোমায় থাকার পর না-ফেরার দেশে সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা