যুদ্ধবিরতির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৫, ১৪:১১| আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪:১৮
অ- অ+

দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করার পরই তেলের দামে এই পতনের ধারা শুরু হয়।

মঙ্গলবার (২৪ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে জ্বালানি তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮.৭৯ ডলারে। দিনের শুরুতে দাম ৪ শতাংশের বেশি কমে গিয়ে ১১ জুনের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।

অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে ৬৫.৪৬ ডলারে নেমে এসেছে, যা ৯ জুনের পর সর্বনিম্ন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঘোষণায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাসের আশা তৈরি হয়েছে। ফলে তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা কমে যাওয়ায় বাজারে এই দরপতন ঘটেছে।

তারা আরও জানান, যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাজারে দামে ঊর্ধ্বগতি দেখা যায়। কিন্তু সংঘাত প্রশমনের আভাস বাজারকে স্থিতিশীল করছে।

বিশ্বজুড়ে জ্বালানি তেলের এই দরপতন ইতোমধ্যে বিভিন্ন দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। উন্নয়নশীল দেশগুলো এতে কিছুটা স্বস্তি পেলেও রপ্তানিনির্ভর অর্থনীতিগুলোর জন্য এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিশোরগঞ্জে নদীতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৪৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
মোবাইল অ্যাপ ‘Shahjalal Touch Pay’ চালু করলো শাহজালাল ইসলামী ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা