ইরানে হামলা চালিয়ে জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৫, ০৮:৩৯| আপডেট : ২৫ জুন ২০২৫, ১১:৩৬
অ- অ+

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা শুধুমাত্র ইরানের সার্বভৌমত্বের প্রতি অবমাননাই নয়, বরং এটি সরাসরি জাতিসংঘ সনদের লঙ্ঘন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেন, “আমরা ইরানে, বিশেষ করে শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর পরিচালিত হামলার কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এই সব স্থাপনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর নজরদারির আওতাভুক্ত। তাই এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। এমন অপারেশন আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি।”

রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের ভূখণ্ডে আঘাত হেনে যেকোনো ধরনের সংঘাত উসকে দেওয়া হলে তার পরিণতি সারা বিশ্বকে ভোগ করতে হবে। মস্কো আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখার এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এই হামলায় ইরানের অন্তত তিনটি পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সরকার। ইরান হামলাকে “আন্তর্জাতিক সন্ত্রাস” বলে উল্লেখ করেছে এবং পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে।

বিশ্ব সম্প্রদায়ের মধ্যে এ হামলা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও তীব্র হতে পারে।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা