ইরানের শহীদ কমান্ডারদের জাতীয় জানাজা শনিবার তেহরানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৫, ১৪:২৪| আপডেট : ২৫ জুন ২০২৫, ১৪:৪১
অ- অ+

দখলদার ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের জাতীয় জানাজা শনিবার তেহরানে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ইরানের জনগণ, শীর্ষ কর্মকর্তা ও ধর্মীয় নেতৃবৃন্দ।

১৩ জুন ইসরায়েল অকারণে ইরানের ওপর একটি যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। এতে শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকসহ ৬০০’র বেশি ইরানি শহীদ হন।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রাশিদ, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল আমির আলি হাজিজাদেহ এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানী এই হামলায় শহীদ হন।

ইরানি সামরিক বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা হামলা শুরু করে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স "অপারেশন ট্রু প্রমিজ-৩"-এর অংশ হিসেবে ইসরায়েলের ওপর ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে দখলদার অঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ইসরায়েলকে যুদ্ধবিরতির অনুরোধ জানাতে বাধ্য করে।

জেনারেল সালামি এবং তার অফিস ম্যানেজার জেনারেল মাসউদ শানেয়ির মরদেহের জানাজা বৃহস্পতিবার সকাল ৯টায় তাদের নিজ শহর গোলপায়েগানে অনুষ্ঠিত হবে।

এছাড়া শহীদ কমান্ডার ও অন্য শহীদদের জাতীয় জানাজা শনিবার তেহরানে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান সকাল ৮টায় তেহরান বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হবে, যেখানে বিপুলসংখ্যক মানুষ ও কর্মকর্তারা অংশ নেবেন।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা