ব্যর্থতা ঢাকতে ট্রাম্প অস্বাভাবিক বাড়িয়ে বলছেন: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১১:১৭| আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৪১
অ- অ+

ইরান-ইসরায়েল সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার সাফল্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বাভাবিক বাড়িয়ে বলছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানি সর্বোচ্চ নেতা। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।

গতকাল রবিবারের ওই পোস্টে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন। এতে বোঝা যায়, তার এই অতিরঞ্জনের পেছনে কিছু প্রয়োজন ছিল।

যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে, ট্রাম্পের কথার ভেতরে লুকানো আছে অন্য বাস্তবতা— এমন উল্লেখ করে খামেনি লেখেন, আসলে তারা কিছুই করতে পারেনি। আর সেই ব্যর্থতা ঢাকতেই বড় বড় কথা বলেছে।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি এবং তারপর থেমে গিয়েছি। এটা ছিল এক দারুণ কাজ। তারা আর এগোতে পারত না। এটা ছিল এক ভয়ংকর রকমের ১২ দিন খুবই তীব্র।

গত ১৩ জুন ইসরায়েল অকস্মাৎ ইরানের সামরিক স্থাপনা ও শীর্ষ কর্মকর্তাদের বাসস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চলায়। ওই দিনও সশস্ত্র বাহিনী প্রধান, আইআরজিসি প্রধান, বেশ কয়েকজন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইরানও পাল্টা আঘাত শুরু করে ইসরায়েলে।

টানা ১২ দিন এই সংঘাতের মধ্যে গত ২২ জুন যুক্তরাষ্ট্র বি-২ বিমান দিয়ে ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

এ ঘটনায় ইরান প্রতিশোধ নিতে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মাধ্যমে ইরানের প্রতিশোধ নেওয়া হয়েছে জানিয়ে ট্রাম্প ২৪ জুন যুদ্ধবিরতি ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৩০ জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা