ভারতের পররাষ্ট্রসচিব আসতে পারেন আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬
অ- অ+

ক্ষমতার পটপরিবর্তনের ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আলোচনার জন্য ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। আগামী সপ্তাহেই এ সফর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ডে যোগ দেবে বিক্রম মিশ্রির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটিই ভারত সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে।

গত ২০ নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে বিক্রম মিশ্রির সফরের বিষয়ে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সেসময় তিনি বলেছিলেন, “আমি বিশ্বাস করি, আমরা (ঢাকা-দিল্লি) স্বাভাবিক (দ্বিপক্ষীয়) সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছি এবং এফওসি হবে সেদিকে এগুনোর প্রথম পদক্ষেপ।”

এদিকে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে

জানিয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্ভবত আগামী ১০ ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে একথা জানান। তবে দুই দেশের কেউই এখনো এ সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এফওসি’তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দলটিতে ঐতিহ্যগতভাবে স্বরাষ্ট্র, বাণিজ্য, পানি সম্পদ ও খাদ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

সফরকালে মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ ২০২৩ সালের ২৪ নভেম্বর নয়াদিল্লিতে বার্ষিক এফওসি অনুষ্ঠিত হয়েছিল।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা