ঈদ শোভাযাত্রা নিয়ে ছড়া লিখে ওএসডি হলেন ঢাকা ওয়াসার কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৫, ১০:১৭| আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৬:২১
অ- অ+

এবারের ঈদুল ফিতরে রাজধানীতে অনুষ্ঠিত ঈদ শোভাযাত্রা নিয়ে ছড়া লিখে এবং তা ফেসবুকে পোস্ট করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হলেন ঢাকা ওয়াসার কমন সার্ভিস বিভাগের উপসচিব শহিদুল ইসলাম।

মঙ্গলবার এই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাকে উপব্যবস্থাপনা কর্মকর্তার (প্রশাসন) দপ্তরে সংযুক্ত করা হয়। এ নিয়ে একটি তদন্ত কমিটিও হয়েছে।

এ ব্যাপারে শহিদুল ইসলাম জানান, ছড়া লেখা তার পুরনো অভ্যাস। আলোচিত ছড়াটি তিনি নাসিরুদ্দিন হোজ্জা চরিত্রের ওপর ভিত্তি করে লিখেছিলেন। সেটি ফেসবুকে পোস্ট করার পরই ওয়াসার এমডি ফজলুর রহমান তাকে ডেকে পাঠান এবং ছড়াটি সম্পর্কে জানতে চান। বিস্তারিত শুনে তাকে ওএসডি করা হয়।

শহিদুল ইসলামের দাবি, ‘ছড়াটি কোনো বিশেষ উদ্দেশে লিখিনি। শুধু হাস্যরসাত্মকভাবে কিছু লেখালেখি করেছিলাম। ছড়ার মধ্যে সরকার বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অপমান বা সমালোচনা ছিল না।’

অন্যদিকে ওয়াসার এমডি ফজলুর রহমান বলেন, ‘সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ব্যাপারে কিছু নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। শহিদুল ইসলামের ছড়ায় এসব নির্দেশনার ব্যত্যয় ঘটেছে, যার কারণে তাকে শাস্তি হিসেবে ওএসডি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওয়াসা সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তার প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

যা আছে আলোচিত ছড়ায়

নাসিরুদ্দিন হোজ্জা

পেয়ো নাকো লজ্জা

ঘোড়ায় চড়িয়া তুমি হাঁটিয়া চলো

রসিকতায় শত কথা সত্যি বলো

গাঁধা নাকি ঘোড়া সে

কি করে কে বলে যে

গাঁধা হাঁটে চার পায়ে টগবগ

তোমার মত নয় সে অযথাই বকবক

কেউ বলে তুর্কি কেউ বলে ইরানী

কখনও কি স্বাদ পেলে সুলতানী বিরানী

ঈদ এলে হেঁটেছ কি মুঘলের ঢাকাতে

কাণ্ড কি ঘটিয়েছ অযথাই হাসাতে

বহুকাল বাদে আজ তুমি দেখা দিলে

ঢাক ঢোলের তালে তালে

গাঁধার পশ্চাতে মুখ করে চলিলে উল্টো

আজব এক ঈদ গেলো ঘটনাটি ভুল তো?

যাই হোক জানি কম নাসিরুদ্দিন হোজ্জা

এতে তুমি পেয়ো না গো এতটুকু লজ্জা।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযানে, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিভেদ ঘুচাতে মানুষের মাঝে প্রেম সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা