ঈদুল আজহার দিন বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ০৯:৪৩| আপডেট : ০১ জুন ২০২৫, ১১:৩৯
অ- অ+

ঝড় ও বজ্রবৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে একাকার। বৃষ্টি এবং জ্যামে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। ঈদুল আজহাতে টানা ১০ দিনের লম্বা ছুটির সময় আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ২ জুনের পর সপ্তাহজুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বাংলাদেশে আগামী কয়েক দিনে ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো আভাস নেই। তবে এখন যেহেতু দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে, তাই আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ঢাকায় শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। রবিবারও ঢাকাসহ সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এক-দুই পশলা বৃষ্টি হবে।

ঈদের সময়ে আবহাওয়ার চিত্র কেমন থাকতে পারে তার বর্ণনা দিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ২ জুনের পর বৃষ্টিপাত কমে আসবে। কিন্তু একেবারে থেমে যাবে না। এ সপ্তাহজুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। তবে উত্তরাঞ্চলের বিভাগ রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকবে। ঈদের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে ঈদের তিন দিন আগে আরও স্পেসিফিক করে বলা সম্ভব হবে। এই সময়টাজুড়ে ভ্যাপসা গরম থাকবে। কারণ বাতাসে জলীয়বাষ্পের আধিক্য থাকবে বলে গরম পড়বে। মূলত বাতাসে যখন জলীয়বাষ্পের উপস্থিতি বেশি থাকে, তখন গরম অনুভূত হয়।

আগামী ৭ জুনের পর তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে। আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, এ সপ্তাহের শেষের দিকে সারাদেশেই তাপমাত্রা বাড়তে পারে।

(ঢাকাটাইমস/১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে
‘আমেরিকার মদতে বিস্ফোরণ হচ্ছে, পুড়ছে ইরান’: উদ্বিগ্ন ইরানি অভিনেত্রী মন্দনা করিমি
নিবন্ধন পেতে ইসিতে আবেদন ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র, প্রতীক চাইল ফুটবল
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে গুলি করে প্রবাসীকে হত্যার হুমকি বিএনপি নেতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা