মধ্যপ্রাচ্যের ৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক, চালু হলো ঢাকা রুটের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৫, ১৩:৪৮| আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪:০১
অ- অ+

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ যুদ্ধের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। ফলে এসব দেশের ওপর দিয়ে যাতায়াতকারী এবং ঢাকা রুটের স্থগিত ফ্লাইটগুলো পুনরায় চালু হয়েছে। আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, চলমান বৈশ্বিক উত্তেজনার কারণে ২৩ জুন কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছিল। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪ জুন বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে ওই দেশগুলো পুনরায় আকাশসীমা উন্মুক্ত করেছে। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় বিমানের একটি ফ্লাইট ওমানের মাস্কাটে জরুরি অবতরণ করে। পরবর্তীতে মাস্কাট থেকে জ্বালানি নিয়ে সেটি ঢাকায় ফিরে আসবে।

আরও জানানো হয়, ঢাকা থেকে দোহা হয়ে সৌদি আরবের জেদ্দাগামী একটি ফ্লাইট সরাসরি জেদ্দায় অবতরণ করবে, ফ্লাইট শিডিউলে এসেছে কিছু পরিবর্তন।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও অন্যান্য তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

এই পরিস্থিতিতে ফ্লাইট চলাচলের বিষয়ে যাত্রীদের সচেতনতা ও প্রস্তুতির ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
কুষ্টিয়ার জিকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
আগামী ৫-৬ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা