১০ বছর পর নিজ গ্রামে ঈদ বিএনপি নেতা সালাহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৫, ১৮:১৩
অ- অ+

দীর্ঘ ১০ বছর পর কক্সবাজারে পেকুয়ার নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার সকাল ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ঈদের জামাতে নামাজ আদায় করেন।

নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষস্থানীয় এ নেতা মুসল্লী, এলাকাবাসী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি স্থানীয় কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন।

এরপর সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ পেকুয়া সদরের নিজ বাসভবনে যান। পরে সেখানে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, দীর্ঘ ১০ বছর পর এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে ঈদ উদযাপনে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এতে এবারের ঈদে আনন্দ ভিন্নমাত্রা পেয়েছে বলে অভিমত তাদের।

অন্যদিকে বিএনপির এ নেতাও দীর্ঘদিন পর নিজ এলাকায় ঈদ উদযাপন করতে পেরে অন্য রকম অনুভূতি কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ ও কাল নিজ এলাকায় অবস্থান করবেন। বুধবার দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা