১০ বছর পর নিজ গ্রামে ঈদ বিএনপি নেতা সালাহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৫, ১৮:১৩
অ- অ+

দীর্ঘ ১০ বছর পর কক্সবাজারে পেকুয়ার নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার সকাল ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ঈদের জামাতে নামাজ আদায় করেন।

নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষস্থানীয় এ নেতা মুসল্লী, এলাকাবাসী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি স্থানীয় কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন।

এরপর সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ পেকুয়া সদরের নিজ বাসভবনে যান। পরে সেখানে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, দীর্ঘ ১০ বছর পর এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে ঈদ উদযাপনে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এতে এবারের ঈদে আনন্দ ভিন্নমাত্রা পেয়েছে বলে অভিমত তাদের।

অন্যদিকে বিএনপির এ নেতাও দীর্ঘদিন পর নিজ এলাকায় ঈদ উদযাপন করতে পেরে অন্য রকম অনুভূতি কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ ও কাল নিজ এলাকায় অবস্থান করবেন। বুধবার দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা