‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৫, ১২:৩৩| আপডেট : ১৯ জুন ২০২৫, ১৩:৫৯
অ- অ+

‘সবার উপরে দেশ’ স্লোগানকে সামনে রেখে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে দলের কমিটি ঘোষণা করা হবে।

নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে যাত্রা শুরু করতে যাওয়া নতুন এ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের নেক্সাস ক্যাফে প্যালেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লে. কমান্ডার মো. মেহেদী হাসান (অব.) বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান ছিল এক ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ। প্রায় দুই হাজার শহীদ, ৩০ হাজারের বেশি আহত-গাজী এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছিল "বাংলাদেশ ২.০" - একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন। তবে গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, এই বিপ্লবের মূল চেতনা আজ হুমকির মুখে। এই প্রেক্ষিতে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিক 'বাংলাদেশ রিপাবলিক পার্টি' নামের একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী সেলিম প্রধান, মেজর রাজিবুল হাসান মেজির (অব.), ব্যবসায়ী আবুল হাসনাত, ব্যবসায়ী আনিকা তাসনিম খান ও পরিবহন শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা