রোনালদোর গোলের পরও হার নিয়ে মাঠ ছাড়লো আল নাসর
সৌদি প্রো লিগে দারুণ ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন পর্তুগিজ এই তারকা। তবে রোনালদো গোল করলেও সৌদি প্রো লিগে খুব একটা ভালা অবস্থানে নেই তার দল আল নাসর। শিরোপার দৌড় থেকে ক্রমেই ছিটকে পড়ছে আল নাসর।
লিগে এবার তারা হেরেছে আল কাদসিয়ার কাছে। যে হারের পর শীর্ষে থাকা আল হিলালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে আল নাসর।
শুক্রবার (২২ নভেম্বর) সৌদি প্রো লিগে আল কাদসিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর। এদিন ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। কিন্তু জুলিয়ান কুইনোনেস এবং পিয়েরে-এমরিক অঔবামেয়াংয়ের গোলে জয় পায় নবাগত আল কাদিসিয়াহ।
আল-আউয়াল পার্কে আল নাসর আধিপত্য দেখিয়েছে। বলের দখল থেকে শুরু করে আক্রমণ সব কিছুতেই এগিয়ে ছিল রোনালদোর দল। আল নাসর ২০টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে আল কাদিসিয়াহ ১০টি শটের ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে।
ম্যাচের প্রথম ভালো সুযোগও আল নাসরই পেয়েছিল। ১৫ মিনিটের মাথায় ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন অ্যাঞ্জেলো। দূরের পোস্টে নেয়া তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
২২ মিনিটের মাথায় আল নাসরের সিরিজ আক্রমণ থেকে বেঁচে যায় আল কাদিসিয়াহ। ডি-বক্সে জায়গা করে নিয়ে শট নেন সাদিও মানে। কিন্তু সেই শট ঠেকিয়ে দেন আল কাদিসিয়াহর গোলরক্ষক। আল ঘারিবের নেয়া ফিরতি শটও লক্ষ্যভ্রষ্ট হয় ।
তবে ৩২ মিনিটে রোনালদো ব্যর্থ হননি। আল কাদিসিয়াহর গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল জালে পাঠান পর্তুগি মহাতারকা। এবারের লিগে এটি তার সপ্তম গোল। সব মিলিয়ে এই মৌসুমে ১৬ ম্যাচে ১১ গোল করেছেন ৩৯ বছর বয়সী রোনালদো।
তবে ৫ মিনিট পরেই সমতায় ফেরে আল কাদিসিয়াহ। কুইনোনেসের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।
৫০ মিনিটে অঔবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় আল কাদিসিয়াহ। নাহিতান নান্দেজের ক্রস ডি-বক্সে মাইনাস করেন কুইনোনেস। হেডে বল জালে পাঠান গ্যাবনের এই তারকা।
৬৩ মিনিটে অ্যাঞ্জেলোর শট দারুণভাবে ঠেকিয়ে দেন আল কাদিসিয়াহর গোলরক্ষক ক্যাস্তেয়েস। ৭২ মিনিটে মারানের শট সাইডনেটে লাগলে আরও একবার হতাশ হয় আল নাসর।
এই হারে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল আল নাসর। এক ম্যাচ করে কম খেলে ২৮ ও ২৭ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে আল হিলাল ও আল ইত্তিহাদ।
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন