ঢাকায় খেলতে এসে জীবনে প্রথমবার রিকশা ভ্রমণ আয়ারল্যান্ডের মেয়েদের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১৭:৪৫
অ- অ+

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচের আগে বিরতির দিনে আইরিশ নারী ক্রিকেটাররা অন্যরকম সময় কাটালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশের আলোচিত বাহন রিকশাতে করে ঘুরলেন তারা।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। বিসিবির মূল ফটক থেকে শুরু হয়ে স্টেডিয়ামের ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত রিকশা ট্যুরের পরিকল্পনা করা হয়। একটু পর সেগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা। অনভ্যস্ত হওয়ায় এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন। তবে সবাই খুব মজা পেয়েছেন রিকশায় চেপে। কোনও কোনও আইরিশ ক্রিকেটার তো নিজেই রিকশা চালালেন। সতীর্থকে পেছনে বসিয়ে নিজেই চালিয়েছেন রিকশা।

রিকশাগুলো মেয়েদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। এরপর শুক্রবারর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ান তারা। এসময় রিকশাওয়ালার সঙ্গে অনেককে ছবিও তুলতে দেখা যায়। নিজেরাও সেলফি এবং ছবি তুলে দিনটিকে স্মৃতির পাতায় রাখার চেষ্টা করেছেন।

ঢাকার ঐতিহ্যবাহী এই বাহনে বসার পর তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কয়েকজন ক্রিকেটার গণমাধ্যমকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও ভুললেন না। তাদের এই মজার মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করতে গণমাধ্যমকর্মীদেরও ব্যস্ত দেখা যায়।

উল্লেখ্য, আগামীকাল শনিবার ৩০ নভেম্বর সকাল ১০টায় মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। শনিবার জিতলেই সিরিজ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা। তবে আইরিশরা সিরিজে সমতা ফেরাতে মরিয়া।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা