টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো পাকিস্তান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ২০:৪৬| আপডেট : ২৮ মে ২০২৫, ২০:৫৩
অ- অ+

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান। এতে শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তবে টস জিতলে আগে ফিল্ডিং নিতেন বলে জানান লিটন। সেদিক থেকে খুব একটা হতাশ হওয়ার কথা নয় তার।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যে একাদশ খেলিয়েছিলো বাংলাদেশ, সেই একাদশে কোনো পরিবর্তন আসেনি। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে আছেন পারভেজ ইমন। এরপর যথারীতি লিটন, হৃদয়, জাকের, শামীমরা থাকবেন।

পেস আক্রমণে আছেন শরিফুল ইসলাম, তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। স্পিনে শেখ মেহেদি এবং রিশাদ হোসেনেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

ম্যাচের আগের দিন অর্থাৎ গতকালও ঘাম ঝরিয়েছেন টাইগার ক্রিকেটাররা। পেস বোলিং কোচ শন টেইটের নেতৃত্বে পেসাররাও নিজেদের পরখ নিয়েছেন।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ ইমন, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

পাকিস্তান একাদশ: সালমান আলি আগা (অধিনায়ক), ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলিম হারিস রউফ, আবরার আহমেদ।

(ঢাকাটাইমস/২৮মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আমেরিকার মদতে বিস্ফোরণ হচ্ছে, পুড়ছে ইরান’: উদ্বিগ্ন ইরানি অভিনেত্রী মন্দনা করিমি
নিবন্ধন পেতে ইসিতে আবেদন ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র, প্রতীক চাইল ফুটবল
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে গুলি করে প্রবাসীকে হত্যার হুমকি বিএনপি নেতার
নুরুল হুদাকে মবের ঘটনায় তদন্ত করে অ্যাকশন: সালাহউদ্দিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা