মেসির রেকর্ডে বড় জয় মিয়ামির

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ১৭:০৬
অ- অ+

আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয়ের পথে ফিরিয়ে আনার পর এবারও কলম্বাস ক্রুর বিপক্ষে জোড়া গোল ও দুটি অ্যাসিস্ট করে দলকে এনে দিলেন এক বিশাল জয়। এই ম্যাচে প্রতিপক্ষ ক্রুকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে মেসির ইন্টার মিয়ামি। অর্থাৎ প্রতিটি গোলেই ছিল লিওনেল মেসির জাদুকরী পায়ের ছোঁয়া।

চলতি মৌসুমে ১০ গোল করলেন মেসি। এমএলএস নিয়মিত মৌসুমে এটি তার ৩০তম গোল। এর মাধ্যমে হিগুয়াইনের সঙ্গে যৌথ রেকর্ড ভেঙে মিয়ামির ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে মায়ামি। খেলার ১৩ মিনিটে মেসির দারুণ এক লং পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। এরপর লিওনেল মেসি ১৫ ও ২৪ মিনিটে পরপর দুটি গোল করেন। এর মাধ্যমে এমএলএসে ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠলেন আর্জেন্টাইন অধিনায়ক, পেছনে ফেললেন গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল। মেসির গোলসংখ্যা এখন ৩১।

ম্যাচের ৫৮ মিনিটে ক্রুর সিজার রুভালকাবা হেড করে গোল করে ব্যবধান ৩-১ এ কমে আসে। ৬৪ মিনিটে লুইস সুয়ারেজ এবং শেষ মুহূর্তে ফাফা পিকাল্টের গোলে স্কোরলাইন ৫-১ হয়। ফাফার গোলটিতেও অ্যাসিস্ট করেন মেসি।

(ঢাকাটাইমস/০১জুন/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা